দলের ১১জন মাঠে সেরাটা দিতে পারলে যে কোন দলকে হারানো সম্ভব। বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম সাকিব বিসিবির বার্তায় যুক্তরাষ্ট্র থেকে এমনটাই বলেছেন। তার মতে, মানসিকভাবে বাংলাদেশ দল খুবই আত্মবিশ্বাসী।
তানজিম সাকিব বলেন, ‘দল নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। দলের সকলে মানসিকভাবে খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি। যদি দলের ১১জন মাঠে সেরাটা দিতে পারে, কোন দল ব্যাপার না। আমরা যেকোন দলকে হারানোর দক্ষতা রাখি।’
বিশ্বকাপের মূল আসরে একাদশে জায়গা পেলে পারফরম্যান্স দিয়ে দলকে জয় এনে দিতে চান বলেও জানিয়েছেন তানজিম। এছাড়া সাকিব আল হাসানের মতো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার মানসিকতা চান তিনি, ‘সবার লক্ষ্য থাকে বিশ্বকাপে খেলব। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে দলকে বিজয় এনে দেওয়ার চেষ্টা করবো। নিজের মধ্যে সাকিব ভাইয়ের মানসিকতা আনার চেষ্টা করবো। যেকোন পরিস্থিতি উনি শান্তভাবে সামলাতে পারেস। এটা আমার ভালো লাগে।’
তানজিম সাকিবকে দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনের জায়গায়। একাদশে জায়গা পেলে বোলিংয়ের পাশাপাশি লোয়ারে অর্ডারে ব্যাটিংয়ে কিছু রানও করতে হবে তার। ওই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘পেসার হিসেবে আমার উচ্চতা ছয় ফিট না। বোলিংয়ে আমার আলাদা স্কিল লাগবে। চেষ্টা করি বলটা স্কিড ও কাট করাতে। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’