জামালপুরের ইসলামপুরে পাকা সড়কের ওপর থেকে কাফনে মোড়ানো এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) সকালে পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকার পাকা রাস্তা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ধর্মকুড়া পৌর মার্কেটস্থ আয়শা মেডিকেল হলের সামনের রাস্তায় কাফনের কাপড় মোড়ানো অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৮৫ বছরের অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় কে বা কারা লাশটি রাস্তায় রেখে গেছে।
ইসলামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, মূলত একটি ক্লু ধরে লাশ শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের লাশটির একজন দাবিদার হয়েছেন, তার নাম হাজেরা বিবি, তার বয়সও ৭৫ বছর। হাজেরা বেগম পুলিশকে বলেছেন, মৃত ব্যাক্তির নাম সত্তার মিয়া। ইসলামপুর উপজেলার রৌহারকান্দা গ্রামে তার বাড়ি। তারা দুইজন এক সঙ্গে ঢাকা শহরে ভিক্ষা করতেন। তারা স্বামী-স্ত্রী বলেও দাবি তার। মারা যাওয়ার ৬দিন আগে তার স্বামী অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সোমবার ভোরে সেখানে তার স্বামী মারা গেলে হাসপাতালের লোকজনের কাছ থেকে টাকা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করে ইসলামপুরের রৌহারকান্দা গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু রাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে আটকে যান। পরে রাতে অ্যাম্বুলেন্স ড্রাইবার বাড়ি খোঁজে না পেয়ে ধর্মকুড়া বাজার সংলগ্ন রাস্তায় লাশ রেখে চলে যায়। আর তিনি ঝড়ের কারণে কোন জায়গা না পেয়ে ইসলামপুর রেলস্টেশনে গিয়ে রাত কাটান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, কাফনের কাপড় পড়ানো লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করাসহ প্রকৃত রহস্য উদঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি লাশের দাবিদার মহিলার দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
ওসি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে পিবিআই মৃতের টিপসই নিয়ে নাম ঠিকানা পরীক্ষা করছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।