শেরপুরের নকলায় নদীতে গোসল করতে নেমে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নকলা উপজেলার গণপদ্দী বিহারীরপাড় এলাকায় ঘোড়ামারা নদীতে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার মিম (১২) ৪র্থ শ্রেণির শিক্ষার্থী এবং মাসুদ রানা (৮) নার্সারির শিক্ষার্থী। তাদের পিতা মোতালেব হোসেন একই এলাকায় কৃষি কাজ করেন।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে দুইটার দিকে স্কুল থেকে ফিরে দুই ভাই বোন একই সাথে নদীতে গোসল করতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলো। পরে স্বজনরা নদীতে তাদের মরদেহ দেখতে পান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।