তৃণমুল থেকে প্রতিভাবান সাঁতারু তৈরীর লক্ষ্যে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ক্ষুদে সাঁতারুদের মাসব্যাপী প্রশিক্ষণ হয়েছে শেরপুরে। প্রশিক্ষণ শেষে ৬ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব সনদপত্র বিতরণ করেন। অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক হাকিম বাবুল, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক পুকুরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অ-১৫ বছর বয়সী ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।