শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের কার্যক্রমকে এগিয়ে নিতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।