শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি বিভাগ। ৩০ জুন রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে ওই সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসলিমা খানম নীলু। ওইসময় সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্ধবছরে খরিপ মৌসুমে আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হবে।
রবিবার প্রাথমিক পর্যায়ে শেরপুর পৌরসভা ও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়। এদিন ২ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি-৭৫ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।