বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত

শেরপুরে আওয়ামী লীগের সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের অপর নাম আওয়ামী লীগ। দেশের প্রাচীন ও বৃহত্তম গণমানুষের প্রিয় রাজনৈতিক দল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ভাবধারার আস্থার প্রতীক। দেশের ইতিহাসে রাজনীতির মাঠে সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী-অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বা বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতেরও নির্মাতা। আওয়ামী লীগের হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এসেছে দেশের স্বাধীনতা। আর তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, ডিজিটাল থেকে স্মার্ট স্বপ্নের বাস্তবায়নের পথে অগ্রসরমান।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে টাকার জন্য হারিনি। ব্যক্তিত্ব রক্ষা করতেই হেরেছি। এরপর থেকে এলাকার দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ কি অবস্থায় রয়েছেন তা সবারই জানা। কাজেই সামনের উপজেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ঘুরে দাঁড়াতে হবে। ওইসময় তিনি দলীয় সিদ্ধান্তে যাকে সমর্থন দেবেন তাকেই মেনে নেবেন কিনা উপস্থিত নেতা-কর্মীদের জিজ্ঞাসা করলে তারা সকলেই হাত ‍তুলে সমস্বরে হা জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল। তিনি বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। স্বাধিকার থেকে স্বাধীনতা, সর্বশেষ সামরিক স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণ- এর প্রতিটি অর্জনের সংগ্রাম-লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগই।

‘প্লাটিনাম জয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ; ইতিহাস, ঐতিহ্য, চেতনা ও সাফল্যের পথচলা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রবন্ধে বলা হয়, বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা- এ সবকিছুর মূলেই রয়েছে আওয়ামী লীগ। ৭৫ বছর বয়সের পরিণত এ দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হয়ে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি। কাজেই দলটি কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশের রাজনীতিতেও একটি মাইলফলক।

সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এমএ বারেক তোতা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাবেক সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। জাতীয় ও স্থানীয় প্রয়াত নেতাদের নিয়ে শোকপ্রস্তাব উপস্থাপন করেন শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত। ওইসময় জাতীয় ও স্থানীয় প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম।

একই অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের তৃণমূলের দেড় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের নবারুণ পাবলিক স্কুলে বৃক্ষরোপণ করা হয়।

Md. Naimur Rahman Talucder
Md. Naimur Rahman Talucderhttps://www.sherpurlive24.com/
MD. Naimur Rahman Talucder is an author of SherpurLive24. He is working as a journalist since 2020. Besides this he working as a volunteer since 2012.

আমাদের সাথে যুক্ত হোন

106,000FansLike
3,500FollowersFollow
1,600SubscribersSubscribe

সর্বোচ্চ পঠিত

সর্বশেষ আপডেট

শেরপুর জেলার প্রথম ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম ও তারুণ্যের পোর্টাল শেরপুর লাইভ ২৪ ডট কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় : শেরপুরের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনা, ফিচার, ভ্রমণ, সাহিত্য, পর্যটন এবং কৃষি-প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন sherpurlive247@gmail.com ঠিকানায়।

২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা শেরপুর লাইভ - শেরপুর জেলার প্রথম ডিজিটাল মিডিয়া, প্রোডাকশন, লাইভ ব্রডকাস্ট এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। যাত্রালগ্ন থেকেই প্লাটফর্মটি তারুণ্যকে কাজে লাগিয়ে জেলা ব্র্যান্ডিংয়েরে কাজ করে আসছে। শেরপুরকে বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন প্রামাণ্যচিত্র, স্থিরচিত্র ও তথ্য প্রকাশের প্লাটফর্ম এটি।

Sherpurlive24.com is the first digital media platform of Sherpur District & one of the popular Bangla media news portal in Sherpur. It has begun with commitment of district branding, youth awareness, fearless, informative and independent citizen journalism. This portal has started to provide live video production & real time news updates with maximum use of modern technology from 2017. 
A genius team of Sherpur Live has been built with a group of energetic young citizen journalists. We are trying to spread Sherpur district as a famous district for its tourism sector & build a bridge with Sherpur around the world and adding a new dimension to district branding with our digital media platform SherpurLive24.com

কার্যালয় : কক্ষ নং ০৪, সাদেক ভবন (নীচ তলা)
চকবাজার, শেরপুর শহর, শেরপুর ২১০০।

মোবাইল : 01866 293 776
মেইল : sherpurlive247@gmail.com