দেশের এই ক্লান্তিকাল কাটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে, আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ৫ ঘটিকায় ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কালিস্থানে এক অসাম্প্রদায়িক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন নলকূড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আইয়ুব আলী, ইমাম আবু বক্কর সিদ্দিক, কোচ সম্প্রদায়ের প্রতিনিধি
মন্দল জুগল চন্দ্র কোচ,একেন্দ্র কোচ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের চলমান অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাতৃত্ব বজায় রাখা লক্ষে এক সাথে কাজ করে যাওয়ার আহবান করেন, সেই সাথে চলমান অস্থিরতা কাটিয়ে সোনার বাংলা গড়ার উদ্যোগে শামিল হতে বলেন ,
বক্তারা আরও বলেন, সাম্পদায়িক সম্প্রীতির ইতিহাস কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। সব ধরনের অপশক্তির হাত থেকে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। যে কোনো প্রয়োজনে আগের মতই এখানের বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে নিজেদের যায়গা থেকে সবাইকে সতর্ক থাকার আহবান করেন।
উল্লেখ্য যে, শেখ হাসিনার দেশ ছাড়ার পরই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।