ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত বর্ষসেরা সাংবাদিক – ২০২২ এ ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যুগ্মভাবে প্রথম হয়েছেন শেরপুরের তরুণ গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বী। একইসাথে ইলেকট্রনিক মিডিয়ার বর্ষসেরা সাংবাদিকরা হলেন যুগ্মভাবে প্রথম মাছরাঙা টিভির ময়মনসিংহ প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, দ্বিতীয় যমুনা টিভির শেরপুর প্রতিনিধি মো. আদিল মাহমুদ উজ্জল, তৃতীয় চ্যানেল টুয়েন্টিফোরের ময়মনসিংহ প্রতিনিধি সুলতান মাহমুদ কনিক। এছাড়া প্রিন্ট মিডিয়ার বর্ষসেরা বিজয়ী সাংবাদিকরা হলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক জনকণ্ঠের নেত্রকোণা প্রতিনিধি সঞ্জয় সরকার ও প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিযনের সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ-সভাপতি মোশাররফ হোসেন, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিযনের সভাপতি আতাউল করিম খোকন প্রমুখ।
এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। বিচারকমন্ডলী হিসেবে দায়িত্ব পালন ও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাসসের সাবেক বিশেষ প্রতিনিধি সফিকুল করিম সাবু ও মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) -এর বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম। বর্ষসেরা সাংবাদিক যাচাই-বাছাই উপকমিটির আহ্বায়ক ছিলেন এসএম হোসাইন শাহীদ। বিষয়টি সাংবাদিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ও প্রশংসা কুড়িয়েছে। সাধারণ সাংবাদিকরা এ ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।