প্রথমার্ধের নাজুক পারফরম্যান্সের পরেই যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে বহুবারই চাপের মুখে থেকে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়েছে তারা। ওয়েম্বলিতে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালেও ঠিক সেটাই করে দেখাল আরেকবার। বিরতি থেকে ফেরার পর দশ মিনিটের মাথায় অন্তত তিনবার প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৪৬ মিনিটেই ভিনিসিয়ুসকে ডিবক্সের বাইরে ফাউল করেন মাটস হুমেলস। ফ্রিকিক নেন রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলতে নামা টনি ক্রুস। টপ কর্নারে তার নেয়া দুর্দান্ত ফ্রিকিক দক্ষতার সাথে ফিরিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক কোবেল। এরপরেই কর্নার থেকে দারুণ হেড করেন দানি কার্ভাহাল। তবে তা চলে যায় গোলবারের ওপর দিয়ে।
মিনিট দশেক পর আবার রিয়ালের আক্রমণ। এবারেও সেই কার্ভাহাল। বক্সের ভেতর খানিকটা ফাঁকায় বল পেয়ে ভলি করেছিলেন। তবে কোবেলের বিশ্বস্ত হাতে জমা পড়ে স্প্যানিশ ডিফেন্ডারের শট।
শেষ পর্যন্ত কার্ভাহালই লিড এনে দিলেন ফাইনালের বড় মঞ্চে। ৭৩ মিনিটে কর্নার থেকেই পাওয়া বলে দারুণ এক হেডে বল জালে জড়ান কার্ভাহাল। ফাইনালের ১৭ মিনিট বাকি থাকতে লিড পায় রিয়াল মাদ্রিদ।