বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত দেশের প্রথম ডিজিটাল শুমারি ‘Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর শেরপুর জেলার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে জেলা রিপোর্ট সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।