শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে ২৮ মে মঙ্গলবার সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু তালেব।
বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহ্বাজ মঈন উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক, নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রগমান,সদস্য আবুল হোসেন, বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, সাংবাদিক অভিজিৎ সাহা,বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শ্যামল কুমার সরকার, অভিভাবক সামন্ত বর্মণ, মোফাজ্জল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নানা সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন৷ এতে বিদ্যালয়ের দেড়শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।