শেরপুরের নকলায় পানিতে পড়ে, বিদ্যুৎ স্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুসহ বিভিন্ন বিষয়ে নিয়ে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে বিট পুলিশিং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত নকলা থানা পুলিশের আয়োজনে উপজেলার উরফা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভায় বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, নকলা থানার এসআই (বিট কর্মকর্তা) মোঃ আশরাউল আলম প্রমুখ। এসময় নকলা থানার এসআই মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।