শেরপুরের নকলায় নতুন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সৈয়দা তামান্না হোরায়রা যোগদান করেছেন। মঙ্গলবার (২৮ মে) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন।
সৈয়দা তামান্না হোরায়রা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত (এসিল্যান্ড) শিহাবুল আরিফ-এর স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২৯ মে) দুপুরের দিকে নতুন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
জানাযায়, সৈয়দা তামান্না হোরায়রা বান্দারবন জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ৩৮তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হন। বিসিএস ক্যাডার হিসেবে ২০২১ সালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে তাঁর প্রথম কর্ম জীবন শুরু হয়। এরপরে চলতি বছরের ৩ মার্চ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। আগামী সোমবার (৩ জুন) সকালে নতুন কর্মস্থল নকলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করবেন বলে জানাযায়।