বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং চ্যাট জিপিটি। এসব প্রযুক্তি আগমনের ফলে সোশ্যাল মিডিয়ায় টেক উৎসাহীদের মধ্যে হইচই পড়ে। তবে খুব কম মানুষই এই প্রযুক্তি ব্যবহার করছে বলে একটি সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া যুক্তরাজ্যের প্রায় ৩০ শতাংশ মানুষ চ্যাট জিপিটির নামই শুনেননি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যসহ ছয়টি দেশের ১২ হাজার লোকের ওপর জরিপ করে রয়টার্স ইনস্টিটিউট এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি। এতে দেখা যায় মাত্র ২ শতাংশ মানুষ এআই বা চ্যাট জিপিটি এর মত সরঞ্জাম ব্যবহার করেন। গবেষণায় নেতৃত্বে ছিলেন ড. রিচার্ড ফ্লেচার।
তিনি বলেন, অধিকাংশ মানুষ এআই নিয়ে তেমন আগ্রহী নন। এমনকি যুক্তরাজ্যে তিন ভাগের একভাগ বা ৩০ শতাংশ মানুষ চ্যাট জিপিটির নামও শুনেননি। সমীক্ষায় অংশ নেয়া অধিকাংশ মানুষ বিজ্ঞান ও স্বাস্থ্যখাতের জন্য জেনারেটিভ এআই-য়ের বিষয়ে খুবই আশাবাদী। কিন্তু সংবাদ ও সাংবাদিকতায় এর ব্যবহারে খানিকটা শঙ্কিত। এছাড়া চাকরির নিরাপত্তায় এর প্রভাব নিয়ে চিন্তিত তারা।