চিরায়ত বাংলা নাটক : শিল্পী | রচনা : কাজী নজরুল ইসলাম | নির্দেশনা : আল্ জাবির | শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং শেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের জনপ্রিয় শিল্পী নাটকের উদ্বোধনী মঞ্চায়নের ভিডিও এটি। ১০ অক্টোবর ২০২৩ শেরপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নাট্যকার আল্ জাবিরের নির্দেশনায় নাটকটির প্রদর্শনী সম্পন্ন হয়। এ নাটকে এক যুগ পর মঞ্চে ফিরেছেন শেরপুরের পরিচিত গণমাধ্যকর্মী ইমরান হাসান রাব্বী। নাটকে তার সহশিল্পী হিসেবে লাইলী চরিত্রে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা রহমান ও চিত্রা চরিত্রে রয়েছেন আরিফা জাহান সুইটি। শিশু শিরাজ চরিত্রে শানিয়াজ মাহমুদ অপূর্ব এবং শিশু চিত্রা চরিত্রে রোদেলা দে। নাটকে তিন দশক পর মঞ্চে ফিরেছেন পৌঢ় শিল্পী দেবদাস চন্দ বাবু।