বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, সন্ধ্যার পর থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় নোঙ্গর করেছে তিনটি ফেরি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।