শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারত সীমান্তঘেঁষা হারিয়াকোনা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা ব্যাপ্টিষ্ট মণ্ডলীর সামনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার ও পুনাক উপদেষ্টা মোনালিসা বেগম পিপিএম-সেবা।
শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল সাংমার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।