ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়ার আমিন করপোরেশন এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।
৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও ছয়টি ইউনিটসহ মোট সাতটি ঘটনাস্থলে কাজ করে।রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।