বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত

উন্নত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, তবে এখনো অচল ৭৩৬৪ সাইট

এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

ঘূর্ণিঝড় রেমালের আঘাত শেষ হওয়ার দু’দিন পার হলেও এখনো সারা দেশে মোবাইল অপারেটরদের ৭ হাজার ৩৬৪টি সাইট সচল হয়নি। তবে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর সার্বিক নেটওয়ার্কের অচল সাইটের সংখ্যা কমেছে।

ঘূর্ণিঝড় রেমালের কারণে ৬৪টি জেলায় বিদ্যুতের অভাবে প্রায় ৫৬ শতাংশ সাইট অচল হয়ে পড়েছিল। বর্তমানে এটি উন্নীত হয়ে ১২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

বুধবার (২৯ মে) সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হালনাগাদ তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে প্রকাশিত ৬৪ জেলায় অবস্থিত মোবাইল অপারেটরদের সাইট সচলের অগ্রগতির পরিসংখ্যান থেকে দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত প্রায় ২৬ হাজার সাইট সচল হয়েছে। তবে এখনো ৭ হাজার ৩৬৪টি সাইট চালু করা সম্ভব হয়নি। অচল সাইটের শতকরা হার ১২ দশমিক ৬ শতাংশ।

অপরদিকে, মোবাইল নেটওয়ার্কে ঘূর্ণিঝড়ের প্রভাবের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, গত রোববার (২৬ মে) রাত ১০টায় ১৭টি জেলায় অচল সাইটের সংখ্যা ছিল ২ হাজার ৪৬০টি (৩২ শতাংশ)। সোমবার (২৭ মে) সকাল ১০টায় ৪৫টি জেলায় এর সংখ্যা ছিল ৮ হাজার ৪১০টি (২৮ শতাংশ), বিকেল ৪টায় ৬৪টি জেলায় এর সংখ্যা ছিল ২২ হাজার ২১৮টি (৪৮ দশমিক ৭১ শতাংশ), রাত ১০টায় ৬৪টি জেলায় এর পরিমাণ ছিল ৫৫ শতাংশ। এরপর মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় ৬০টি জেলায় অচল সাইটের সংখ্যা দাঁড়ায় ৩২ হাজার ৯০৬টি (৫৬ শতাংশ), দুপুর ৩টায় ৫৯ জেলায় অচল সাইটের সংখ্যা কমে হয় ২০ হাজার ১৪৩টি (৩৪ দশমিক ৬ শতাংশ)। আর আজ সকাল ৯টায় ৪১টি জেলায় অচল সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৪টি (১২ দশমিক ৬ শতাংশ)।

এ ছাড়া ২৩টি জেলায় অচল সাইটের সংখ্যা শতকরা ৫ শতাংশের নিচে থাকায় সেসব জেলাকে ঘূর্ণিঝড়ের প্রভাবমুক্ত ধরা হয়েছে।

মোবাইল অপারেটরদের এসব সাইট অচল হওয়ার জন্য দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাকে দায়ী করা হয়েছে। তবে বর্তমানে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার পর থেকে সাইটগুলো সচল হতে শুরু করেছে বলে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্রঢাকা পোস্ট
Md. Naimur Rahman Talucder
Md. Naimur Rahman Talucderhttps://www.sherpurlive24.com/
MD. Naimur Rahman Talucder is an author of SherpurLive24. He is working as a journalist since 2020. Besides this he working as a volunteer since 2012.

আমাদের সাথে যুক্ত হোন

106,000FansLike
3,500FollowersFollow
1,600SubscribersSubscribe

সর্বোচ্চ পঠিত

সর্বশেষ আপডেট

শেরপুর জেলার প্রথম ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম ও তারুণ্যের পোর্টাল শেরপুর লাইভ ২৪ ডট কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় : শেরপুরের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনা, ফিচার, ভ্রমণ, সাহিত্য, পর্যটন এবং কৃষি-প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন sherpurlive247@gmail.com ঠিকানায়।

২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা শেরপুর লাইভ - শেরপুর জেলার প্রথম ডিজিটাল মিডিয়া, প্রোডাকশন, লাইভ ব্রডকাস্ট এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। যাত্রালগ্ন থেকেই প্লাটফর্মটি তারুণ্যকে কাজে লাগিয়ে জেলা ব্র্যান্ডিংয়েরে কাজ করে আসছে। শেরপুরকে বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন প্রামাণ্যচিত্র, স্থিরচিত্র ও তথ্য প্রকাশের প্লাটফর্ম এটি।

Sherpurlive24.com is the first digital media platform of Sherpur District & one of the popular Bangla media news portal in Sherpur. It has begun with commitment of district branding, youth awareness, fearless, informative and independent citizen journalism. This portal has started to provide live video production & real time news updates with maximum use of modern technology from 2017. 
A genius team of Sherpur Live has been built with a group of energetic young citizen journalists. We are trying to spread Sherpur district as a famous district for its tourism sector & build a bridge with Sherpur around the world and adding a new dimension to district branding with our digital media platform SherpurLive24.com

কার্যালয় : কক্ষ নং ০৪, সাদেক ভবন (নীচ তলা)
চকবাজার, শেরপুর শহর, শেরপুর ২১০০।

মোবাইল : 01866 293 776
মেইল : sherpurlive247@gmail.com