বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম-বার, পিপিএমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।
এছাড়াও সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিপনী বিতান, শপিংমল ও অর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, কোরবানির পশু পরিবহন ও পশু হাটের নিরাপত্তা, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।